Jainism – জৈন ধর্ম

জৈন ধর্ম

প্রশ্ন: জৈনদের মতানুযায়ী  জৈনধর্মের প্রবর্তক কে?
উত্তর: ঋষভদেব।

প্রশ্ন: জৈনধর্মে কত জন প্রচারক বা তীর্থঙ্কর ছিলেন?
উত্তর: ২৪ জন।

প্রশ্ন: তীর্থঙ্কর কথার অর্থ কি?
উত্তর: মানুষের দুঃখ কষ্ট পার করার কর্ণধার। 

প্রশ্ন: তীর্থঙ্করা আরেকটি কি নাম পরিচিত ছিল?
উত্তর: জিন। 

প্রশ্ন: জিন কথার অর্থ কি?
উত্তর: জয়ী। 

প্রশ্ন: জৈনধর্মের ২৩ তম  তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর: পার্শ্বনাথ।

প্রশ্ন: পার্শ্বনাথের পিতা কে ছিলেন?
উত্তর: বারাণসীর রাজা অশ্বসেন। 

প্রশ্ন: জৈনধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর: মহাবীর।

প্রশ্ন: মহাবীরের পূর্ব নাম কি ছিল?
উত্তর: বর্ধমান। 

প্রশ্ন: মহাবীর কত খ্রীষ্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৫৪০ খ্রীষ্টপূর্বাব্দে।

প্রশ্ন: মহাবীর কোথায় জন্ম গ্রহণ করেন?
উত্তর: বৈশালীর কাছে কুন্দগ্রামে।

প্রশ্ন: মহাবীরের পিতার নাম কি?
উত্তর: সিদ্ধার্থ।

প্রশ্ন: মহাবীরের মাতার নাম কি?
উত্তর: ত্রিশলা।

ক্যুইজ করে চর্চা করুন…..

“START QUIZ” Button-এ ক্লিক করুন।

প্রশ্ন: মহাবীরের ভাইয়ের নাম কি ছিল?
উত্তর: নন্দিবর্ধন।

প্রশ্ন: মহাবীরের পত্নীর নাম কি ?
উত্তর: যশোদা।
  
প্রশ্ন: মহাবীরের কন্যার নাম কি ?
উত্তর: আনোজ্জা। 
  
প্রশ্ন: মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন?
উত্তর: ৩০ বছর।
  
প্রশ্ন: মহাবীর কোন গ্রামে সত্য জ্ঞান লাভ করেন?
উত্তর: ঋজুপালিকা নদীর তীরে জিম্বিক গ্রামে ।
  
প্রশ্ন: মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
উত্তর: রাজ গৃহের নিকট পাব নগরীতে। 

প্রশ্ন: মহাবীর কত  খ্রীষ্টপূর্বাব্দে দেহত্যাগ করেন?
উত্তর: ৪৬৯ খ্রীষ্টপূর্বাব্দে ৭২ বছর বয়সে।

প্রশ্ন: মহাবীরের গুরু কে  ছিলেন?
উত্তর: দেবচন্দ্র।
  
প্রশ্ন: জৈন ধর্ম গ্রন্থের নাম কি ?
উত্তর: জৈন ধর্মের মূল গ্রন্থ হল ‘অগমা’ বা আগাম। তাছাড়া “চতুর্যাম” নামক গ্রন্থ ও জৈন ধর্মের ধর্মীয় গ্রন্থ।

প্রশ্ন: শ্বেতাম্বর ও দিগম্বর নাম দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ছিল?
উত্তর: জৈন ধর্ম।

প্রশ্ন: কোন জৈন সন্ন্যাসী পাটালীপুত্রে জৈন মহাসভার আহ্বান করেন?
উত্তর: স্থূলভদ্র।

প্রশ্ন: কোন জৈন সন্ন্যাসী গুজরাটের বলভীতে জৈন মহাসভার  আহ্বান করেন?
উত্তর: দেবার্ধী ক্যাশন্য।

ক্যুইজ করে চর্চা করুন…..

“START QUIZ” Button-এ ক্লিক করুন।

শেয়ার করুন ...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!