MILITARY COLLEGE OF TELECOMMUNICATION ENGINEERING MHOW (MP) Recruitment 2021 | ইন্ডিয়ান আর্মিতে বিভিন্ন পদে নিয়োগ

 

MILITARY COLLEGE OF TELECOMMUNICATION ENGINEERING MHOW (MP) Recruitment

MILITARY COLLEGE OF TELECOMMUNICATION ENGINEERING MHOW (MP) Recruitment 2021

 MILITARY COLLEGE OF TELECOMMUNICATION ENGINEERING MHOW (MP) এর পক্ষ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ল্যাব এসিস্টেন্ট সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই সব পদে আবেদন করতে পারেন। নিচে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভাবে(আবেদনের শেষ তারিখ, যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি) আলোচনা করা হলো. আগ্রহী প্রাথীরা আবেদন করার আগে নিচে তথ্যগুলি ভালোভাবে পরে নিন। 

✪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ✪

  • আবেদন শুরু হবে : 12/06/2021
  • আবেদনের শেষ তারিখ : 26/07/2021
✪ আবেদন ফি 
  • UR/OBC : 50/-
  • SC/ST : 00/-
✪ বয়সসীমা (27/07/2021তারিখ অনুযায়ী) 
  • স্টেনোগ্রাফার গ্রেড ২ : ১৮ থেকে ২৫ বছর
  • লোয়ার ডিভিশন ক্লার্ক : ১৮ থেকে ২৫ বছর
  • ল্যাব এসিস্টেন্ট : ১৮ থেকে ২৫ বছর
  • ল্যাব এটেন্ডেন্ট(MTS) : ১৮ থেকে ২৫ বছর
  • ড্রাফটম্যান(Computer Operator) : ১৮ থেকে ২৫ বছর
  • মোটর ড্রাইভার(Ordinary Grade) : ১৮ থেকে ২৭ বছর
  • কুক : ১৮ থেকে ২৫ বছর
  • সাফাইওয়ালা(MTS) : ১৮ থেকে ২৫ বছর
  • ফ্যাটিগম্যান : ১৮ থেকে ২৫ বছর
  • SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে
  • OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে
✪ মোট শূন্যপদ ✪ 

পোস্ট

শূন্যপদ

স্টেনোগ্রাফার গ্রেড

2

লোয়ার ডিভিশন ক্লার্ক

14

ল্যাব এসিস্টেন্ট

2

ল্যাব এটেন্ডেন্ট

2

ড্রাফটম্যান

1

মোটর ড্রাইভার

1

কুক

7

সাফাইওয়ালা

6

ফ্যাটিগম্যান

2

মোট শূন্যপদ

37


✪ যোগ্যতা 
➱ স্টেনোগ্রাফার গ্রেড ২ :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে 
  • Skill Test Norms:- Dictation: 10 minutes @ 80 words per minute.
  • Transcription: 50 minutes (English), 65 minutes (Hindi) (On Computer)
➱ লোয়ার ডিভিশন ক্লার্ক :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে
  • Typing speed of 35 words per minute in English on computer or a typing speed of 30 words per minute in Hindi on computer.
➱ ল্যাব এসিস্টেন্ট :
  • ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে 
➱ ল্যাব এটেন্ডেন্ট (Multi-Tasking Staff) :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের দক্ষতা থাকতে হবে
➱ ড্রাফটম্যান(Computer Operator) :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে যোগ্য
➱ মোটর ড্রাইভার(Ordinary Grade) :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের দক্ষতা থাকতে হবে
কুক :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • ভারতীয় খাবার রান্না করা জানলে যোগ্য  
➱ সাফাইওয়ালা(Multi-Tasking Staff) :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের দক্ষতা থাকতে হবে
➱ ফ্যাটিগম্যান :
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে যোগ্য
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের দক্ষতা থাকতে হবে
✪ প্রার্থী বাছাই পদ্ধতি  
➱ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে।সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন টি দেখুন. নিচে দেওয়া হলো।

✪ আবেদন পদ্ধতি 
➱ আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে ফর্ম ফিলাপের মাধ্যমে। অফলাইন আবেদনের ফর্ম নিচে দেওয়া হলো। ফরমটি ফিলাপ করে এনভেলপের উপরে নিজের ক্যাটেগরি ও যে পোস্টের জন্য আবেদন করছেন তার নাম লিখে স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি ডাকে পাঠাবেন এই ঠিকানায় -
to The Presiding Officer, Scrutiny Cell, Cipher Wg, Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453 441

➱ আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিশিয়াল নোটিফিকেশনে :
 

Official WebSite

Click Here

Offline Application Form

Click Here

Official Notification

Cick Here


আরও চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন : "Click Here

2 comments:

  1. The automotive and aviation industries Direct CNC use 3D printers to make elements. Artists can create sculptures, and designers can fabricate models of their tasks. Archaeologists are using 3D printers to reconstruct models of fragile artifacts, including a few of the the} antiquities that current years|in latest times|lately} have been destroyed by ISIS. Likewise, paleontologists and their students can duplicate dinosaur skeletons and other fossils.

    ReplyDelete
  2. Online faxing eliminates the need for paper and toner, saving resources and costs.
    FaxServices.net

    ReplyDelete

Powered by Blogger.